Nadia

Mar 26 2023, 12:55

*ডিএ দাবিতে পথে নামতে চলেছে রাজ্য সরকারি কর্মচারী সহ শিক্ষকরা*

মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে তফাৎ তৈরি হলো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। যার ফলে নতুন ভাবে আন্দোলনে নামতে চলেছে রাজ্য সরকারি কর্মচারী সহ শিক্ষকরা।

যখন কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের নতুন করে ৪% ডিয়ে দেওয়ার কথা ঘোষণা করছে ঠিক তখনই এ রাজ্য সরকার তার কর্মচারীদের একদিনের বেতন কেটে নেওয়ার কথা চিন্তা করছে। তার কারণ এই সমস্ত সরকারি কুলের শিক্ষক শিক্ষিকারা চলতি মাসের ১০ তারিখ কর্মবিরতিতে যোগ দিয়েছিলেন, তাই তাদের একদিনের বেতন কেটে নেওয়ার কথা চিন্তা করছে রাজ্য সরকার। আর এ নিয়েই আবার নতুন করে ডিয়ে আন্দোলনকারীরা তাদের আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করছে।

Nadia

Mar 25 2023, 17:15

Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 25.03.2023.

AITC leader Ujjal Biswas interacts with the officials of Muragachha gram panchayat, Nakashipara Block at Nadia.

Nadia

Mar 25 2023, 12:56

*রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজের কারণে শান্তিপুরে বিক্ষোভ*

রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজের কারণে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ এমনকি প্রধানমন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। এর পাশাপাশি জাতীয় সড়ক এবং রেল রোকো আন্দোলন শুরু হয়েছে নদীয়ার শান্তিপুরে।

Nadia

Mar 25 2023, 12:13

*ফের স্ত্রীকে খুন করলো স্বামী*

নিজের স্ত্রীকে মাঠে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে নৃশংসভাবে খুন করলো স্বামী । ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া কুঠিরপাড়া এলাকায় । পরিবার সূত্রে জানা গেছে রাত্রিবেলায় বাড়ির পিছনে একটি মাঠে নিয়ে গিয়ে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে খুন করে । এরপর তার স্বামী জানা গেছে রেলের গলা দিয়ে আত্মঘাতী হয়েছে ।

সকাল বেলায় গ্রামবাসীরা মাঠে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহটি । ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেল কৃষ্ণগঞ্জ থানায় ।

Nadia

Mar 25 2023, 12:04

*কাফ সিরাপ পাচার রুখে দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী*

ভারত থেকে বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার রুখে দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, গ্রেফতার অভিযুক্ত ২ পাচারকারী সহ মোটরসাইকেল ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হল একশো কুড়ি বোতল ফেনসিডিল। অভিযুক্তদের আজ আদালতে পাঠালো কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

নদীয়ার কৃষ্ণগঞ্জ এর ভাজনঘাট এলাকা থেকে একশো কুড়ি বোতল ফেনসিডিল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো বিএসএফের জওয়ানরা । বিএসএফ সূত্রে জানা গেছে নোনা গঞ্জের বর্ডার পেরিয়ে এই কফ সিরাপ গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । সেই সময় বিএসএফ তাদের বুলেট গাড়ি দাঁড় করায় ।

দুই ব্যক্তি তখন পালানোর চেষ্টা করে, বিএসএফ তাদের সঙ্গে,সঙ্গে ধরে ফেলে গাড়ির উপরে ব্যাগ খুলতেই দেখা যায় ফেন্সিডিল। এরপর বিএসএফের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় একশোকুড়ি বোতল ফেনসিডিল এবং একটি বুলেট মোটরসাইকেল সহ দুই ব্যক্তিকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশে হাতে তুলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কৃষ্ণগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে আজ ধৃত চোরা চালানকারীদের কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়।থানা সূত্রে জানা গেছে পাচারকারীদের একজন কৃষ্ণগঞ্জের খাটুরয় অভিজিৎ ঘোষ,অন্যজনার বাড়ি কৃষ্ণগঞ্জের মথুরাপুর মানিক ঘোষ।

Nadia

Mar 24 2023, 18:48

*অনৈতিকভাবে শিক্ষা কর্মীদের শোকজ করায় শুরু প্রতিবাদ*

অনৈতিকভাবে শিক্ষা কর্মীদের শোকজ করার প্রতিবাদে আজ নদীয়ার বেথুয়া ডহরি এস আই অফিসে শোকজ লেটারের জবাব দিতে হাজির হলেন শিক্ষাকরা। শিক্ষক পরিদর্শক অফিসে হাজির হয়ে মিষ্টিমুখ করে স্ব-স্ব হাস্য মুখে তারা আজকে শোকজ লেটারের জবাব দিলেন।

Nadia

Mar 24 2023, 15:20

*মারামারির অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার*

মারামারির অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করে রানাঘাট আদালতে তুললো ধানতলা পুলিশ।

সূত্রের খবর, গত মঙ্গলবার ধানতলা থানার বহিরগাছি এলাকায় এক যুবককে মারধর করার অভিযোগ ওঠে বহিরগাছি পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি তারক ঘোষের বিরুদ্ধে। সেই ঘটনায় বুধবার ধানতলা থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় আক্রান্ত যুবকের পরিবার। আর এর পরই ঘটনার তদন্ত শুরু করে শুক্রবার সকালে রানাঘাট থেকে অভিযুক্ত তারক ঘোষ কে গ্রেফতার করে ধানতলা পুলিশ। শুক্রবার ধৃতকে রানাঘাট আদালতে তুলেছে ধানতলা পুলিশ।

Nadia

Mar 24 2023, 15:17

*পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল*

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। নদীয়া জেলার শাসক দলের গোষ্ঠী কোন্দল এতটাই চরমে যে এই জেলার তৃণমূলের দায়িত্বভার দেয়া হয়েছে তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী অরূপ বিশ্বাসকে। দিন কয়েক আগেই আমরা দেখিয়েছিলাম নদীয়ার কল্যাণীতে জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের অন্তরদ্বন্দ্ব,আর এবার নদীয়ার রানাঘাটের দু'নম্বর ব্লক সভাপতি পছন্দ না হওয়ায় দলীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির কুশপুতুল দাহ করে কালো পেশ করে মৌন মিছিল করে বিক্ষোভ দেখালো তৃণমূলের আরেক অংশ আর এই রাজনৈতিক ঘোলা জলে ফায়দা তুলতে চায় রাজ্যের বিরোধীদল।

নদীয়ার রানাঘাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কে সরিয়ে দেওয়ার কারনে তৃণমূল কর্মী সমর্থকেরা কালো পতাকা মুখে বেঁধে মৌন মিছিল করেন। পাশাপাশি রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কুশ পুতুল দাহ করেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানান তাদেরকে কোন রকম না জানিয়ে কোন আলোচনা না করেই কেন সভাপতিকে সরানো হলো তারই প্রতিবাদে আজ রাস্তায় নামলেন দলীয় কর্মী ও সংগঠকরা।

Nadia

Mar 24 2023, 15:14

*সরকারি কোষাগারের টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার জেলা প্রশাসনিক ভবনের কর্মী*

সরকারি কোষাগারের টাকা তছরুপের অভিযোগে জেলা প্রশাসনিক ভবনের কর্মীকে গ্রেফতার করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিস। ধৃতের নাম মনোতোষ কর্মকার। জানা গিয়েছে ওই ব্যক্তি জনগণনা দপ্তরে কর্মরত ছিলেন।

২০১২সালে তিনি অবসর নিলেও মেয়াদ বাড়িয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। ওই দফতরের ব্যাংকের আর্থিক লেনদেনের বিষয়টি দেখতেন তিনি। অভিযোগ প্রায় আট মাস ধরে বেতন তুলছিলেন না তিনি। দপ্তরের আধিকারিকরা বারংবার তাকে বেতন তুলতে বলার পরও তিনি বেতন না তোলায় তাদের সন্দেহ হয়। এর পরই ওই দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক গোবিন্দ হালদার ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে তা জানতে পারেন অ্যাকাউন্ট প্রায় ফাঁকা।

একাউন্টে টাকা না থাকায় ওই কর্মী বেতন তুলছিলেন না। প্রাথমিকভাবে প্রশাসনিক আধিকারিকদের অনুমান সই জাল করে একাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন ওই ব্যক্তি। গতকালই কোতোয়ালি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গোবিন্দ হালদার। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এর পাশাপাশি দফতরের ভবনটিকেও সিল করে দেওয়া হয়। ধৃতকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। 

বাইট: কৃষ্ণাভ ঘোষ, অতিরিক্ত জেলা শাসক

Nadia

Mar 24 2023, 13:24

*স্ত্রী ও মেয়েকে ঘর বন্দী করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে*


নদীয়া: মা ও মেয়েদের ঘরের মধ্যে বন্দি করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জের রাধাগোবিন্দ পাড়ায় । সূত্রর খবর, বৃহস্পতিবার গভীর রাতে কৃষ্ণগঞ্জের রাধাগোবিন্দ পাড়ার বাসিন্দা পিন্টু নামের এক যুবকের স্ত্রী ও দুই মেয়ে যখন ঘরে ঘুমিয়ে ছিল, সেই সময় পিন্টু শেন ওরফে অরিন্দম সেন তার ঘরে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ, শুধু আগুন ধরিয়ে শান্ত হয়নি পিন্টু, অভিযোগ।

আগুনের লেলিহান শিখা দেখে যখন ওই গৃহবধূ তার সন্তানকে নিয়ে প্রাণে বাঁচার জন্য ঘর থেকে পালায় তখন পিন্টু তাদের দেখতে পেয়ে পুনরায় ওই ঘরে ধূকিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে প্রতিবেশীদের চেষ্টায় কোন ক্রমে প্রাণে বাঁচেন অভিযুক্ত যুবকের স্ত্রী ও তার দুই মেয়ে । এই ঘটনায় স্বাভাবিক ভাবেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, অভিযুক্ত যুবক পিন্টু সেন এলাকার দাপুটে তৃণমূল নেতা।আর সেই ভয়েই আতঙ্কিত গ্রামবাসীরা ।

তারা ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন । গ্রামবাসীরা জানান ক্যামেরার সামনে মুখ খুললে যে কোন মুহূর্তে তৃণমূল নেতা তাদের উপর আঘাত আনতে পারে । দাপুটে নেতার দাদাগিরির কথা স্বীকার করে নিয়েছেন বিরোধী দলের নেতারাও । তাদের বক্তব্য শাসক দলের হাত মাথায় হাত থাকার জন্যই এইসব খুদে নেতাদের এত বার বাড়ন্ত। যদিও পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা পিন্টু সেন। গোটা বিষয়টির তদন্তে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।